সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
গত এক বছরে ৩৫ কোটি জোড়া জুতা তৈরি করেছে বাংলাদেশ। যা বিশ্বের জুতা উৎপাদনকারী দেশের মধ্যে অষ্টম স্থান। ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক-২০১৬-তে প্রকাশিত প্রতিবেদনে এসব উঠে এসেছে।
গতকাল রোববার রাজধানীর হোটেল ওয়েস্টিনে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যেকে ২০১৭ সালের বর্ষ পণ্য ঘোষণা বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিবেদনের তথ্যানুযায়ী, এক বছরে ৩৫ কোটি জোড়া জুতা তৈরি করেছে বাংলাদেশ। ফলে জুতা উৎপাদনে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে দেশটি। উৎপাদনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী ১০ বছরে চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যের বাজারে বিশ্ব অর্থনীতিতে অন্যতম প্রতিযোগী দেশ হবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণ, শিল্পায়নে উৎসাহিত করা, দেশ-বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে প্রতি বছর রপ্তানিযোগ্য সম্ভাবনাময় পণ্যকে ‘বর্ষপণ্য’ ঘোষণার বিধান রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী চামড়া ও পাদুকাসহ চামড়াজাত পণ্যেকে ২০১৭ সালের বর্ষ পণ্য ঘোষণা করেছেন। ২০১৫-১৬ অর্থবছরে চামড়াজাত পণ্য রপ্তানি করে ১১৬ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার আয় করেছে। দেশের দ্বিতীয় রপ্তানি খাত হিসেবে চামড়া খাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। রাইজিংবিডি