শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
মহানগরী’র কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
আটক আসামিরা হলো- আনোয়ার হোসেন বাবু (৫০), জহুরুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (৩৫), রাসেল (৪২) ও সান্নান আলী (৩০)। আনোয়ার ও জহুরুল কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে, শহিদুল একই থানার সুচারণ পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজ মীরের ছেলে, রাসেল পবা থানার গোবিন্দপুরের মৃত লুৎফর রহমানের ছেলে এবং সান্নান আলী বেলপুকুর থানার উত্তর কাজিরপাড়ার মৃত লালচানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ নভেম্বর) রাত ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে আটক করে।
এসময় ধৃতদের কাছ থেকে তাস ও নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।