জেএফএ অনূর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের সেমিফাইনালে

আপডেট: মে ২৮, ২০২৩, ১১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


জেএফএ অনূর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে জয়পুরহাট জেলা দল। রোববার (২৮ মে) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জয়পুরহাট জেলা ৩-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। খেলায় জয়পুরহাটের নুসরাত প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় একটি গোল করে দলকে জয়ের দিকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই আবার সুযোগ পেয়ে ৩০ মিনিটের মাথায় আরও একটি গোল করে ফলে তার দল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ও প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে সুযোগ সন্ধ্যানী ফুটবলার নুসরাত ৫৬ মিনিটের মাথায় জালে ঢুকিয়ে দেয় বলটি। ফলে সে হ্যাটট্রিকের গৌরব অর্জন করে ও দর্শকদের নজর কাড়ে ও তার দল ৩-০ গোলে জয়লাভ করে মাঠ ত্যাগ করে । সোমবার (২৯ মে) দুপুরে স্বাগতিক রাজশাহী ও জয়পুরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সেমি ফাইনালে অংশ নেবে।