জেগে উঠল ‘ক্রাকাতোয়ার সন্তান’! ভয়াবহ অগ্ন্যুৎপাতে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায়

আপডেট: জুন ৯, ২০২৩, ১১:১৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


ভয়াবহ অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়ায়। জেগে উঠল আনাক ক্রাকাতোয়া। অগ্ন্যুৎপাতের ধাক্কায় আকাশের দিকে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের ছাইয়ের স্তুপ তৈরি হল। এখনও পর্যন্ত ওই অগ্ন্যুৎপাতের ধাক্কায় ক্ষয়ক্ষতি কিংবা মৃত্যুর কথা জানা যায়নি। তবে চাঞ্চল্য ছড়িয়েছে।
ক্রাকাতোয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, চূড়ার উপরে প্রায় ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে দেখা গিয়েছে বিস্ফোরণের স্তম্ভকে। আমজনতাকে জ্বালামুখের কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, আনাক ক্রাকাতোয়াকে বলা হয় ‘ক্রাকাতোয়া আগ্নেয়গিরির সন্তান’। বিশাল আকৃতির এই জ্বালামুখটি সৃষ্টি হয়েছিল ১৮৮৩ সালে। জানা যায়, সেবার এমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ক্রাকাতোয়া আগ্নেগিরির ভিতরে, যার আওয়াজ অস্ট্রেলিয়ার পারথ থেকেও শোনা গিয়েছিল! ওই বিস্ফোরণকে ইতিহাসের অন্যতম ভয়ংকর বলে ধরা হয়। সেই বিস্ফোরণেই জন্ম হয় আনাক ক্রাকাতোয়ার।
প্রসঙ্গত, গত বছরও অগ্ন্যুৎপাত হয়েছিল আনাক ক্রাকাতোয়ায়। তারও আগে ২০১৮ সালে যে অগ্ন্যুৎপাত হয়েছিল তা ছিল ভয়াবহ। যার ধাক্কায় সুনামি সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছিল। জ্বলন্ত লাভাকে দেখা গিয়েছিল সমুদ্রে মিশে যেতে। ভিডিওয় সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন নেটিজেনরা।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন