জেনারেল ম্যানেজার জিল্লুর রহমানকে নাবিল গ্রুপের সংবর্ধনা

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ

অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল জেনারেল ম্যানেজার জিল্লুর রহমানের হাতে গাড়ির চাবি তুলে দেন

সংবাদ বিজ্ঞপ্তি:


নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান নাবিল নাবা ফুড লিঃ এর জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান ২০২৩ সালে অসাধারণ বাণিজ্যিক সফলতার জন্য গ্রুপের পক্ষ থেকে নতুন নিশান এক্স-ট্রেইল মোটর গাড়ী অর্জন করেছেন। এ উপলক্ষ্যে নাবিল গ্রুপের হেড অফিসের কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল,নাবিল ফিড মিল লিঃ এর চেয়ারম্যান ইসরাত জাহান,ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র এজাজ আবরার, সিএসএফএমও মোহাম্মাদ মশিউর রহমান, ডিরেক্টর অপারেশন সিব্বির আহমেদ, ডিরেক্টর মানব সম্পদ ও প্রশাসন মোহাম্মদ সমশের আলী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল জেনারেল ম্যানেজার জিল্লুর রহমানের হাতে গাড়ির চাবি তুলে দেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ