শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
৩রা নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহিদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এরপর তারা শহিদ এএইচএম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী এবং সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, পবা উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী, প্তর সম্পাদক আব্দুল মান্নান,
সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মো. পলাশ, দ পবা উপজেলা আওয়ামী লীগ (সাবেক) সহ-সভাপতি গোলাম মোস্তফা, (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, (সাবেক) প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবর আলী, দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি কামরুল হাসান, (সাবেক) সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবুল হোসেন, হড়গ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা মহিলা যুবলীগ সভাপতি মোসা. হাসিনা খাতুন, সাধারণ সম্পাদক মোসা. মোসলেমা আকতার খুশী, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজুসহ উপজেলার ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয় প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেলহত্যা দিবস’ হিসেবে।