সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহীর উদ্যোগে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে নগরী কাদিরগঞ্জে অবস্থিত শহিদ এএইচএম কামারুজ্জামানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর তারা শহিদ এ এইচ এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এদিকে দিবসটি উপলক্ষে বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহীর পক্ষ থেকে শহিদ এএইচ এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার নির্বাহী ব্যবস্থাপক ও শাখা প্রধান দিনু প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন, বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার নির্বাহী ব্যবস্থাপক ও অপারেশন ম্যানেজার মো. শফিকুল ইসলাম, বেসিক ব্যাংক লিমিটেড রাজশাহীর আমচত্বর উপশাখার সহকারি ব্যবস্থাপক ও উপশাখা প্রধান মতিউর রহমান।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার রাজনৈতিক সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেলহত্যা দিবস’ হিসেবে।