শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য সম্পাদক আব্দুর সাত্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি নওশের আলী, মাহফুজুল আলম লোটন, যুগ্মসম্পাদক নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য আহ্সানুল হক পিন্টু, এনামুল হক কলিন্স, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব প্রমুখ।