সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযেগিতায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশগ্রহণের লক্ষ্যে মেডিকেলে উত্তীর্ণ খেলোয়াড়দের বাছাই করা হবে আগামীকাল বুধবার।
বাছাইয়ে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন, মেহেদী হাসান (১), মেহেদী হাসান (২), মেহেদী হাসান (৩), অহিন, আশিক হোসেন, সিয়াম, সামিউল হাসান, রজব আলী, আনাস আলী, মেরাজুল সরকার, শাহানুর, গোলাম রাব্বী, ইমন আলী, শিপু, সানবীর হোসেন, কাফি হাসান, আশিকুর জামিন, আবু বক্কর, আমান উল্লাহ আমান, সাব্বির, রাহিম আহমেদ, সিহাব, ফজলে রাব্বী, বকুল হোসেন, নাইমুর রহমান, আরাফাত ইসলাম, প্রিয়ন্ত, আশরাফুল হক, মেহেদী হাসান আশিক, শিমুল, মোহাইমিন, রাসেল আহমেদ, ফারদিন, সাঈদ শেখ, সরওয়ার হোসেন ও নাইম ইসলাম। ডাক পাওয়া খেলোয়াড়দেরকে আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায় অনুশীলনের জন্য শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বাছাই কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।