শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
রাজশাহী জেলা ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিশেনের তিন বছর মেয়াদের নির্বাচনে (২০১৭-২০) এককভাবে সম্মিলিত প্যানেল নিরুঙ্কুস জয় পেয়েছে। অ্যাসোসিশেনের একজন বাদে সবাই ভোট প্রদান করেছেন।
গতকাল শুক্রবার রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হোস্টেল ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম সোহেল ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মিজানুর রহমান মিলন পেয়েছে ১৩ ভোট, সহসভাপতি পদে সাইদুল ইসলাম সাইদ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. সাইফুল্লাহ খান জেম পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান হাবিব ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহীনুর রশীদ শামিম পেয়েছেন ১৮ ভোট। সহসাধারণ সম্পাদক পদে সাদিকুল ইসলাম ববী ২২ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোস্তফা নুরুল ইসলাম নুরু পেয়েছেন ১৬ ভোট, কোষাধ্যক্ষ পদে এম নাসের ডলার ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মো. শাহীনুর রহমান শাহিন পেয়েছেন ১৭ ভোট। দফতর সম্পাদক পদে মোবারক তুহিন ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এ কে এম রুহুল আমিন পেয়েছেন ১৮ ভোট। এছাড়াও নির্বাহী সদস্য পদে ফারুক-৩৪, ডেভিড ৩৪, হিশের ৩৪, সুইট ২৬, নুরুজ্জামান২৪, শাকিল২৪ ও লিটন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।