বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শীর্তাত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।
রোববার ( ২২ জানুয়ারি) বিকেলে নগরীর রাজশাহী ধর্মসভায় সনাতন ধর্মাবলম্বীর শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের বোয়ালিয়া কমিটির সভাপতি হৃদয় ঘোষ ও সাধারণ সম্পাদক সুমন ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগৈর সভাপতি শংকর ঘোষ।