জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সাক্ষাত

আপডেট: মার্চ ৩১, ২০১৭, ১২:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পিএম আইডিয়াল কলেজের শিক্ষকরা সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তারা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় শিক্ষকরা জেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা তাকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে সাক্ষাত করতে আসায় মোহাম্মদ আলী সরকার এ সময় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে রহনপুর পিএম আইডিয়াল কলেজ গভর্নিং বডির সভাপতি শেখ আনোয়ার হোসাইন, অধ্যক্ষ ইমতিয়াজ মাশরুর, সহযোগী অধ্যাপক মহসিন আলী, সাদিকুল ইসলাম, তোজাম্মেল হক ও প্রভাষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল আলম, নার্গিস আক্তার, সদস্য শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য জয়জয়ন্তী সরকার মালতি ও রাবিয়া খাতুন সীমা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ