মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসন-২ সদস্য পদে ইফফাত আরা কামাল পুন যাচাই বাছাইয়ে বাতিলকৃত প্রার্থীতা মনোনয়নপত্র ফিরে পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি সংরক্ষিত আসন-২ এ নির্বাচন করার জন্য মনোনয়নপত্র ফিরে পান। এর আগে গত ৬ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনী বিভাগীয় আপিল বোর্ডে দায়িত্বরত রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেনের নিকট মনোয়নপত্র প্রার্থীতা পুনযাচাইয়ের জন্য আবেদন করেন।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচনী প্রার্থীতা যাচাই বাছাই কমিটির সংশ্লিষ্টরা পুনরায় ৪টি জায়গায় বয়সের মিল থাকায় (পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ভোটার লিস্ট ও জন্মনিবন্ধন) এ মনোয়নপত্রের বৈধ্যতা ফিরিয়ে দেন। গত ৩ ডিসেম্বর ইফফাত আরা কামালের শুধুমাত্র এসএসসি সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের মিল না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়েছিল। মনোয়নন প্রার্থী ইফফাত আরা কামালের পক্ষে আপিল শুনানি পরিচালনা করেন, আইনজীবী এজাজুল ইসলাম মানু, নুরুল ইসলাম সরকার ও মোসাব্বিরুল ইসলাম।