সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল আপিল করেছেন। তিনি সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেছেন। বুধবার তার রায় জানা যাবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবালের মনোনয়নপত্রে আয়কর রিটার্ন দাখিল না করার এজন্য যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল।
এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল জানান, আইনজীবীর ভুলের কারণে এই সমস্যাটি হয়েছিল। তিনি সোমবার আয়কর রিটার্ন দাখিল শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেছেন। বুধবার তার রায় জানা যাবে।