জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের সঙ্গে ভোটার ও প্রার্থীদের যৌথসভা

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৬, ১২:১৪ পূর্বাহ্ণ

নাচোল প্রতিনিধি



চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে প্রতিদ্বন্দ্বীপ্রার্থী ও ভোটারদের সমন্বয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
যৌথসভার সভাপতি নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের ব্যপারে যৌথসভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) এটিএম শহিদুল ইসলাম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার ও নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন। উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দীনের সঞ্চালনায় উন্মুক্ত প্রশ্নত্তোর পর্বে উপস্থিত ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ নিয়ে জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধির ব্যাপারে উপস্থিত কর্মকর্তাদের নিকট বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন। যৌথসভায় কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারণা ও পোস্টারিংয়ের ক্ষেত্রে কঠোরভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে নাচোল উপজেলাধীন ৫নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুইজন এবং ৬নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে চারজন ও সংরক্ষিত ২নম্বর ওয়ার্ড অংশে মহিলা সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন ৫নম্বর সাধারণ ওয়ার্ড ও ২নম্বর সংরক্ষিত ওয়ার্ড অংশ (কসবা, ফতেপুর ও গোমস্তাপুর ইউনিয়ন) ৪০ জন ভোটার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাদের পছন্দের দুইজন সাধারণ সদস্য ও সংরক্ষিত দুইজন মহিলা প্রার্থীকে ভোট প্রদান করবেন। অন্যদিকে ৬নম্বর সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড অংশে (নাচোল সদর ইউপি, নাচোল পৌরসভা ও নেজামপুর ইউপি) ৪১জন ভোটার চারজন সাধারণ সদস্য ও সংরক্ষিত দুইজন মহিলা প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মো. আবদুল হক (টিউবওয়েল) ও মো. আবদুল খালেক (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনরুল ইসলাম (টিউবওয়েল), মো. কামাল উদ্দীন (তালা), মো. রয়েল (অটোরিক্সা) ও মোহাম্মদ তরিকুল আলম (বৈদ্যুতিক পাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ২নম্বর ওয়ার্ডে (৫ ও ৬নম্বর ওয়ার্ড অংশে) মোসা. নাজমা বেগম (ফুটবল) ও মোসা. হালিমা খাতুন (হরিণ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।