জেলা পর্যায়ে পাসে শিক্ষাবোর্ডে সেরা রাজশাহী, জিপিএ-৫ বগুড়া

আপডেট: মে ১৩, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে শিক্ষাবোর্ডে সেরা রাজশাহী জেলা। রোববার (১২ মে) শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী জেলার পরীক্ষার্থীরা প্রথম অবস্থানে ও দ্বিতীয় স্থানে রয়েছে জায়পুরহাট জেলা। তবে জিপিএ-৫ প্রাপ্তিতে শিক্ষাবোর্ড সেরা বগুড়া জেলা। বগুড়া জেলা গত বছর পাসের হারে শীর্ষে থাকলেও এবছর তৃতীয় হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বছর রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

জানা গেছে, রাজশাহী জেলায় পাসের ৯০ দশমিক ৪৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। নবাবগঞ্জ জেলায় পাসের হার ৮৮ দশমিক ৮২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৯৯ জন শিক্ষার্থী।

এছাড়া নাটোর জেলায় পাসের হার ৮৯ দশমিক ০৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৮৮ দশমিক ২৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৮০ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৬৬ জন শিক্ষার্থী।

অন্যদিকে, সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৮৭ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী। এই জেলার শিক্ষার্থীরা বেশি জিপিএ-৫ পেয়েছে। জায়পুরহাট জেলায় পাসের হার ৯০ দশমিক ৪৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০৭ জন শিক্ষার্থী।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের দিক থেকে রাজশাহী জেলা সেরা। আর জিপিএ-৫ প্রাপ্তিতে শিক্ষাবোর্ড সেরা বগুড়া জেলা।