বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
প্রতিটি জেলা পর্যায়ে ওয়ার্ডেন বাহিনী বিভাগের স্বেচ্ছাসেবক কর্মকর্তা গঠনের লক্ষে নাটোরে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউট রোভার নাটোর অঞ্চলের আয়োজনে এবং সিভিল ডিফেন্স ওয়ার্ডেন বাহিনী বিভাগের অর্থায়নে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিন ব্যাপী শহরের পুরাতন বালক উচ্চ-বিদ্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, অপারেশন ভেজিটেবল ও সম্মিলিত ওয়ার্ডেন বাহিনী সিভিল ডিফেন্স ওয়ার্ডেন বাহিনী বিভাগের পরিচালক মোঃ গোলাম মোস্তফা।
প্রকল্পটির পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, এ ওরিয়েন্টেশন একদিনের কোর্সে নাটোর, পাবনা, রাজশাহী, মাগুড়া, ঝিনাইদহ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার ৪৭ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। তারা জেলা পর্যায়ে ওয়ার্ডেন বাহিনী বিভাগের সেচ্ছাসেবক কর্মকর্তা হিসাবে প্রশিক্ষণ নিয়ে নিজ জেলায় দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসাবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সটি আয়োজন করা হয়।
প্রশিক্ষক হিসাবে ছিলেন, বগুড়া মুক্ত রোভার স্কাউট গ্রুপের পরীক্ষা নিয়ন্ত্রক নেকটর (অবঃ) মোঃ ফজলে রাব্বী, বগুড়া বয়রা কারিগড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আঞ্চলিক উপ-কমিশনার মোঃ আব্দুল ওয়াহেদ নাটোর জেলা রোভার স্কাউট লিডার ও গোপালপুর ডিগ্রী কলেজের সহতারী অধ্যপক স্কাউটার জামিরুল ইসলাম, পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ও জেলা রোভার এর সহকারি কমিশনার গার্ল-ইন রোভার, রোখসানা ইয়াসমিন এবং দিঘাপতিয়া এমকে কলেজের প্রভাষক জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান।
স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডমেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভা পতিত্ব করেন কোর্স পরিচালক ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। বক্তব্য রাখেন জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক রেহেনা ইয়াসমিন, জেলা কাব লিডার হাবিবুর রহমান, পাঁচবিবি উপজেলা কাব লিডার মিজানুর রহমান প্রমূখ । প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার হাবিবুর রহমান, জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক রেহেনা ইয়াসমিন, পাঁচবিবি উপজেলা কাব লিডার মিজানুর রহমান, আসাদুজ্জামান মুকুল প্রমূখ । পরে ওরিয়েন্টেশন শেষে তাদের হাতে সনদপত্র প্রদান করা হয় এবং ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।