শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল রোববার এসডিসি সমষ্টি প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড করপোরেশন এবং কেয়ারের সহযোগিতায় সভার আয়োজন করে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) নামের একটি বেসরকারি উন্নয়ন সংগঠন।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণির সঞ্চালনায় অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, বিডিওর নির্বাহী পরিচালক আখতার হোসেন, কেয়ার বাংলাদেশের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ডা. ইমরান হাসান, এসডিসি-সমষ্টি প্রজেক্ট ম্যানেজার আশরাফুল আলম প্রমুখ।
সভায় উপস্থিতদের অবহিত করা হয়, ২০২০ সালের মধ্যে দুই লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া, জিউপাড়া, ভালুকাগাছী ইউনিয়নে এবং চারঘাট উপজেলার চারঘাট পৌরসভা, সারদাহ, ইউসুফপুর ইউনিয়নে কাজ করবে বিডিও। প্রথম ফেইজে তাদের উপকারভোগী খানার সংখ্যা ১২ হাজার ৮৫০টি বলেও জানানো হয় সভায়।