শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
আন্তঃউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পবা উপজেলা দল।
গতকাল নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে পবা উপজেলা ফুটবল দল ও দুর্গাপুর উপজেলা ১-১ গোলে ড্র করে। এতে করে টাইব্রেকারে পবা উপজেলা ৩-১ গোলে দুর্গাপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি তুলে দেন রাজশাহী ৩ (পবা- মোহনপুর) আসনের সাংসদ মো. আয়েন উদ্দিন। এ সময় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আকতারুন নাহার, পবা পৌর সভার মেয়র মো. মুকবুল হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফারজানা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কমিটির সভাপতি মো. আতাউল গনি, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, সহসাধারণ সম্পাদক মো. সরিফুর রহমান নুরুল হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রফিকা খানম ছবি, ফুটবল কমিটির সম্পাদক মুরাদুজ্জামান এলান উপস্থিত ছিলেন।