জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে পবা উপজেলার জয়

আপডেট: অক্টোবর ১৬, ২০১৬, ১১:৪৯ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক
আন্তঃউপজেলা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রতিযোগিতার ‘খ’ গ্রুপের খেলায় জয় পেয়েছে পবা উপজেলা দল। গতকাল রাজশাহীর পবা উপজেলার নওহাটা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্বাগতিক উপজেলা জেলা ১-০ গোলে তানোর উপজেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে খেলার দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে দিপু জয়সুচক গোলটি করেন। আজকের খেলায় মোকাবিলা করবে বাগমারা ও পুঠিয়া চারঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ও মোহনপুর উপজেলা ও গোদাগাড়ী উপজেলা নওহাটা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে।
এদিকে ‘খ’ গ্রুপের প্রতিযোগিতা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফুটবল কমিটির সভাপতি মো. আতাউল গনির সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী আশরাফ উদ্দীন। এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সেলিম হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, যুগ্মসম্পাদক মো. খায়রুল আলম ফরহাদ ও ফুটবল কমিটির সম্পাদক মো. মুরাদুজ্জামান এলানসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।