শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুমাতা ফজিল্লাতুননেসা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়। উপজেলার মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মাঠে ফুটবল খেলার উদ্দেশ্য গত বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এরই ধারাবাহিকাতার অংশ হিসাবে প্রতিদিন খেলোয়াড়দের সুস্থ শারীরিক, স্বাস্থ্যসেবা ও ভালো পারফরান্সসহ বিভিন্ন সমস্যা পরার্মশ এবং খোঁজ খবর নেন উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় আ’লীগের সাধারণ সম্পাদক, চারঘাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ। উপজেলা নিবার্হী কর্মকর্তা আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমাদের ছোটমনিদের যথেষ্ট চর্চা ও অনুশীলন করানো হয়েছে। আশা করি তারা ভালো ফলাফল করবে। আগামী ২৪ শে ফেব্রুয়ারি শুক্রবার রাজশাহী বিভাগ বনাম বরিশাল বিভাগের সঙ্গে খেলা রয়েছে বলে জানান উপজেলা নিবার্হী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি আশরাফুল ইসলাম।