জেলা মহিলা বিষয়ক অধিদফতর ও ব্র্যাকের মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১৭ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :


’রঙিন পৃথিবীর রঙীন আলো সকল নারী থাকুক ভাল’ এই শ্লোগানকে সামনে রেখে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর নারী নির্যাতন নির্মূলকরণে প্রচার অভিযান উপলক্ষে গতকাল বুধবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে ১১টায় মানববন্ধন করা হয়। স্বাগত বক্তব্য দেন, জেলা ব্র্যাক প্রতিনিধি একেএম জাহেদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন। এতে সভাপতিত্ব করেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানাজ বেগম।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কুমা রাণী দাস, প্রোগ্রাম অরগানাইজার সালমা পারভীন, ব্র্যাকের আরএম কানিজ ফাতেমা, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট রাশিদা পারভীন, এএম স্বীকৃতি বিশ্বাস, রোজিনা খাতুন, রফি উদ্দিন, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, নারী উদ্যোক্তা, সুশীল সমাজসহ প্রায় ১৫০ জন। সকলের একই অঙ্গীকার’ রঙিন পৃথিবীর রঙিন আলোয় উদ্ভাসিত হয়ে সকল নারীর ভালো থাকা নিশ্চিত করা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ