জেলেরা প্রস্তুত, পদ্মায় এবার বেশি ইলিশ পাওয়ার আশা

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


গত ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা কাটিয়ে আজ (রোববার) রাত থেকে নদীতে নেমেছে জেলেরা। বিগত সময়ের চেয়ে এবার রাজশাহীস্থ পদ্মায় বেশি ইলিশ পাওয়ার আশা প্রকাশ করছেন জেলেসহ সংশ্লিষ্টরা।
রাজশাহীর পদ্মা নদীতে গত বছরের চেয়ে এবার প্রজনন মৌসুমে বেশি ইলিশ এসেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বলছেন, ইলিশ এবার উজানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পার হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হয়ে ভারতীয় এলাকায়ও চলে যাচ্ছে। আর যে বছর পানি বেশি থাকে, সেই বছর রাজশাহীর গোদাগাড়ী পর্যন্ত ইলিশ পাওয়া যায়। এবার উজান থেকে এই মৌসুমে দুবার ভারত থেকে বেশি পানি ছাড়া হয়েছে। এজন্য পদ্মায় পানির প্রাপ্যতা বেশি হয়েছে।

রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, রাজশাহীতে পদ্মা নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সব ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে এবং জাটকা ইলিশ যাতে আবার নিরাপদে সাগরে ফিরে যেতে পারে, এই জন্য নিষেধাজ্ঞার সময়ে প্রতিদিন মৎস্য বিভাগ নৌ পুলিশসহ বিভিন্ন দপ্তরের লোকজন নিয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়েছে। রাজশাহীর গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীতে প্রতিদিন তারা অভিযান অব্যাহত রেখেছিলেন বলে জানা গেছে।

আর ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার পর নদীতে প্রথম দিনে ভালো ইলিশসহ অন্যান্য মাছ পাওয়ার প্রত্যাশা জেলেদের।
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত বছরের চেয়ে এবার পদ্মা নদীতে ইলিশ বেশি এসেছে এমনটাই ধারণা করছি। উজানে গোদাগাড়ী উপজেলাতেও ইলিশ পাওয়া গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পার হয়ে ও পদ্মা নদীর ভারতীয় এলাকায়ও ইলিশ যাচ্ছে বলে জেনেছি।

জাহাঙ্গীর আলম বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ২০১৯-২০ সালে রাজশাহীর পদ্মায় বেশি ইলিশ পাওয়া গিয়েছিল। এরপর খুব বেশি ইলিশ এদিকে আসে নি। এবার তার চেয়েও বেশি ইলিশ এসেছে বলে ধারণা করছেন তিনি। কারণ হিসেবে জাহাঙ্গীর আলম বলেন, ভাটিতে মা ইলিশ রক্ষণাবেক্ষণ তৎপরতা বেশি থাকলে ইলিশ উজানের দিকে আসার সুযোগ পায়। এবার তেমনটিই হয়েছে।
রাজশাহীতে আগের মতো ইলিশ না পাওয়ার ব্যাপারে রাজশাহীর ইলিশ ব্যবসায়ী জান মোহাম্মদ জানান, রাজশাহীর পদ্মায় আগে ইলিশ ধরা পড়ার অনেক গল্প শোনা যায়। বাস্তবে এখন রাজশাহীর পদ্মায় ইলিশ পাওয়া যায় না বললেই চলে। কখনো পাওয়া গেলেও ছোট আকারের কিছু ইলিশ পাওয়া যায়। তা কোনো হিসাবের মধ্যে আসে না।

পদ্মায় এবার পানির প্রবাহ বেশি থাকায় ইলিশ আসার সম্ভাবনা বেশি বলে মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক এম মনজুরুল আলম। তিনি জানান, পদ্মার নাব্যতা কমে যাওয়া, প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধ না করা ও পানিদূষণের কারণে ইলিশ রাজশাহী পর্যন্ত আসতে পারছে না। যে মাছগুলো ডিম দেওয়ার জন্য উজানে আসতে শুরু করে, তারা রাজবাড়ীর গোয়ালন্দেই শিকারির জালে আটকে যায়। আবার দূষণের কারণেও আসতে পারে না। পদ্মায় এবার পানিতে প্রাপ্যতা বেশি হয়েছে এবং দূষিত পানি ‘ওয়াশড আউট’ হয়ে সাগরের দিকে চলে গেছে। যে কারণে এবার পদ্মা নদীতে ইলিশের বিচরণ বেশি হতে পারে বলে তিনি মনে করেন তিনি।