রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
টিভি নাটকের পরিচিত মুখ জোভান এবং তাসনুভা তিশা জুটি বেঁধে অনেকগুলো দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এই জুটি আবারও একটি নাটকে অভিনয় করলেন। নাম ‘কনফিউসড’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর আসাদুজ্জামান আরিয়ান।
নাটকের গল্পে দেখা যাবে, জোভান মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলে। আর তিশা বড়লোকের মেয়ে। দু’জনের মধ্যে গভীর প্রেম থাকে। তিশার ইচ্ছে, জোভান স্বাবলম্বী হয়ে তিশাকে বিয়ে করবে। কিন্তু বেকার জোভানের কোনো গতি থাকে না। তার স্বভাব অনেকটা ঋণ করে ঘি খাওয়ার মতো।
এরপর সে একটি কাজ পেলে সেখানে নতুন করে আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। গল্পের পালাক্রমে পরে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তিশা জোভানের পথ চেয়ে বসে থাকে। এরপরে গল্পটা ক্লাইম্যাক্সে ভরপুর।
নাটকটি প্রসঙ্গে জোভান-তিশা দুজনেই উচ্ছ্বসিত। তারা বলেছেন, ইয়ুথ জেনারেশনে হরহামেশাই এমন গল্প দেখা যায়। এ নিয়ে জীবনে অনেক বিপত্তি নেমে আসে। তাই সকলের উচিত নাটকটি দেখা।
নির্মাতা আরিয়ান বলেন, ‘নাটকের গল্পে আমি একটি ম্যাসেজ দিতে চেয়েছি, যেটা খুবই উপদেয়। বাকিটা দর্শকরা নাটকটি দেখলে বুঝতে পারবেন।’
জোভান-তিশা ছাড়া আরও অভিনয় করেছেন মিরাক্কেলখ্যাত জামিল হোসেন, আনন্দ খালেদ, জেসমিন মৌসুমী, সিনি স্নিগ্ধা প্রমুখ।
কিছুদিন আগে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। জেনারেল নেক্সট মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই নাটকটি শিগগির একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।