শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
জনপ্রশাসনের তিনজন সচিবকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার, এনিয়ে এই পদধারীর সংখ্যা দাঁড়াল ১০ জন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি সচিব মেছবাহ উল আলম এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎকে জ্যেষ্ঠ সচিব করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে। জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।- বিডিনিউজ