জয়পুরহাটে অপহরণকারী চক্রের মূল হোতা গ্রেফতার

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটে এক চৌকস অভিযানে অপহরণের অভিযোগে অপহরণকারী চক্রের মূল হোতা ১জন গ্রেফতার এবং তাদের কাছ থেকে অপহৃত ২জনকে উদ্ধার করেছে র‌্যাব। রোববার (২৯ জানুয়ারি) রাত পৌনে ১টায় র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহরণ চক্রের মূল হোতা দিনাজপুর জেলার ফুলবাড়ি থানা কাটাবাড়ি গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৫)কে গ্রেফতার পর তার কাছ থেকে অপহৃত সিয়াম ইসলাম ও নাঈম শেখ নামের ২জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত ২জনই হোটেল শ্রমিক। এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ