শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটে ইয়াবা, হেরোইন ও এক এজাহারভুক্ত আসামিসহ চারজনকে আটক করেছে র্যাব। এরমধ্যে দুইজনকে ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) র্যাব এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। র্যাব জানায়, জেলার সদর থানাধীন কাশিয়াবাড়ী এলাকা এজাহারভুক্ত আসামি দেলোয়ার ও জিল্লুরকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী অধিনায়ক মেজর শেখ সাদিক এর নেতৃতে পুরানপৈল রেলগেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারীদের আটক করে। আটককৃতরা হলেন, মো. ময়নুদ্দিনের ছেলে ইসমাইল হেসেন (৩৪) ও নছির আকন্দর ছেলে সেবু আকন্দ (৩৬)। তারা দুইজনেই মোলামগাড়ী এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে র্যাব জানা।