রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
আন্দোলনের নামে বিএনপি-জামাত কতৃক দেশব্যাপী নৈরাজ্যর সৃষ্টির প্রতিবাদে শনিবার (২৫ ফেব্রুয়ারি) জয়পুরহাটে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী পাঁচুর মোড় স্বাধীনতা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এইএম মাসুদ রেজার সঞ্চালনায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম সোলায়মান আলী, এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও গোলাম হক্কানী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইকবাল সাবু, সাধারন সম্পাদক কালীচরণ আগরওয়ালাসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে।