জয়পুরহাটে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট: মে ২৮, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

আক্কেলপুর প্রতিনিধি:


জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশীয় ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ শ্রী সন্দীপ মাহাত (২৬) নামে এক মাদক করাবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২৭ মে) দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে আটক করে।

আটককৃত শ্রী সন্দীপ মাহাত পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের মৃত. শীবচরণ মাহাত ছেলে।
রোববার (২৮ মে) সকালে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে(ভারপ্রাপ্ত)কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আটককের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ আরও জানায়, মাদক কারবারি শ্রী সন্দীপ মাহাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা একটি দায়ের করা হয়েছে।