বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১২ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জাতীয় শোক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় শহরের টাউন হলে ২য় তলার নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন প্রফেসর (অব.) মোত্তালেব দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা ও জেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ (অব.) খাজা সামছুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হাই, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কর্মকর্তা (অব.) কৃষিবীদ বাবু বাদল চন্দ্র চাকী, প্রধান শিক্ষক (অব.) আখতারুজ্জামান বাচ্চু, প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার কোষাধ্যক্ষক মো. মতিয়ার রহমান প্রমুখ। অন্যদিকে একই দিনের বিকেলে একই স্থানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ জেলা শাখার জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত কৃষিবীদ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে জাতীয় শোক দিবস পালন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।