সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি :
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে ২ দিন ব্যাপী শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয় কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এসময় পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ প্রসাশনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। দুইদিন ব্যাপী এ মেলায় সরকারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ৭৮ স্টল বসানো হয়েছে। এছাড়াও স্থানীয় উদ্ভাকদের উদ্ভাবন ও স্টার্টআপ প্রদর্শন করা হয়েছে।