জয়পুরহাটে নদী বাঁচাও আন্দোলনের মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি



জয়পুরহাটে ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত শুক্রবার বিকেল ৪টায় শহরতলীর কুঠিবাড়ী ব্রিজ সংলগ্ন বাঁধাগ্রস্ত অবস্থানে বিরুপ প্রতিক্রিয়ায় নব্যতা হারিয়ে মরে যাওয়া ছোট যমুনা শাখা নদীর পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল আলম চৌধুরী। মানববন্ধনে বাংলাদেশসহ জেলার মরে যাওয়া সকল নদ-নদী ও খাঁরি নাব্যতা ফেরাতে দ্রুত যুগপযোগী অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি তুলে ধরে বক্তব্য দেন নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পদক রবিউল ইসলাম সোহেল, জেলা শাখা নেতা সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, রফিকুল ইসলাম বিট্টু, সাংবাদিক শাহাবুদ্দিন প্রমুখ।
মানববন্ধনে এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মনিটরিং, সুপারভাইজার, ফেসবুক মিডিয়া ম্যানেজমেন্টের সাংবাদিক সাহাদৎ হোসেন সাজু ও তার ফেসবুক দলের ডলার খন্দকার, মেশকাত হাসানসহ অন্যরা। বক্তারা তাদের বক্তব্যে অন্য অনেক নদ-নদীর মতো নাব্যতা হারিয়ে মরে যাওয়া ছোট শাখা যমুনা নদীতে এখন ধান চাষ হচ্ছে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ