রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে শহরের প্রধান সড়কের বাজলা স্কুল এলাকায় ভটভটির ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালক নাসির উদ্দীন (৩৫) সদর উপজেলার মাধাইনগর গ্রামের সমির উদ্দীনের পুত্র।
প্রত্যক্ষদর্শী, ভ্যানের যাত্রী ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার সময় পৌর নির্বাচনের সরঞ্জাম বহনকারী একটি ভটভটি বাজলা স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক মাটিতে পড়ে যায় এবং পরে ভঠভটির চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।