বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বিশ্ব মানবাধিকার দিবসে বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপ নিরুপণসহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শহরের বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়।
পরে একই স্থানে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নিরুপণ, চিকিৎসা ওষুধ প্রদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবাধিকার আইন সহায়তা প্রদান এবং বাল্যবিয়ে ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সবুজ ছায়া, জয়পুরহাট সাধারণ সম্পদক দেওয়ান বেদারুল ইসলাম বেদীন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সার্বিক কর্মসূচির আনুষ্ঠানিকতায় উদ্বোধন করেন, অতিরিক্ত পুুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আমিমূল এহসান, জেলা বিএমএ সাধারণ সম্পদাক বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. কেএম জোবায়ের গালীব। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোগাছী ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার নির্বাহী সভাপতি নূর-ই-আলম হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আরাফাত হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রভাষক এইএম মাসুদ রেজা, সাধারণ সম্পদক ও পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলার জাতীয় নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী রেবেকা সুলতানা, বিশিষ্ট সমাজসেবী মেহজাবীন ইসলাম জয়া প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. ওয়াহেদুজ্জামান হেলাল, শিশু বিশেষজ্ঞ সার্জারি ডা. মোমিনুল ইসলাম মোবিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. রুহুল আমিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাদৎ হোসেন ও বাত-ব্যাথা ফিজিও থেরাপী চিকিৎসক মো. আমিনুল ইসলাম। ফ্রি মেডিকেল ক্যাম্পে গর্ভবতী মাসহ বিভিন্ন বয়সের ৭৯ জন নারী ও পুরুষের ব্লাড গ্রুপ নিরুপনে ছিলেন, জেলার মডার্ণ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের একটি দক্ষ টিম। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজার ২০০ জন রোগী বিনামূলে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদান করেছেন চারজন।