জয়পুরহাটে বিনামূল্যে ছাগল বিতরণ

আপডেট: মে ২৭, ২০২৩, ২:৫৫ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি :


জয়পুরহাটে এসোসিয়েশন অব সোসিও ইকোনমিক ইনহ্যান্স এন্ড ট্রেনিং (এ্যাসেট) স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ১৩টি পরিবারে আর্থসামাজিক উন্নয়ন ও পুনর্বাসন নিশ্চিতে ১৩টি পরিবারের প্রত্যেককে বিনামূল্যে ২টি করে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদরের মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকতায় বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সমাজসেবী বাবু পূর্ণেন্দু কুমার মন্ডল। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য দেন, এ্যাসেট নির্বাহী পরিচালক সজল কুমার মন্ডল, উপকারভোগী রেশমা খাতুন ও সুনতী রানী পাল প্রমুখ।