সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে প্রতারণা করার অপরাধে জাহিদ হাসান (২৬) নামের এক তরুণকে মোট তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। রোববার (১২ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করে জানান, রায়ে আদালত একটি ধারায় আসামিকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। আরেকটি ধারায় ১ বছর সশ্রম কারাদন্ড এবং আরও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। সেই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে কারাদন্ডের দুটি সাজা একসঙ্গে চলবে এবং তা আসামি গ্রেফতারের পর থেকে কার্যকর করা হবে। সে জন্য আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত।
আইনজীবী ইসমত আরা আরও জানান, জাহিদ হাসানের বাড়ি জয়পুরহাট সদরের জানিয়ার বাগান গ্রামে। তিনি এখন পলাতক রয়েছেন। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে প্রতারণা করার অভিযোগ এনে ২০২১ সালের ৭ মার্চ এক নারী জয়পুরহাট সদর থানায় জাহিদের বিরুদ্ধে মামলা করেন। ওই নারীর অভিযোগ, ব্যক্তিগত মুহূর্তের ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে জাহিদ তার কাছ থেকে ৬০ হাজার টাকা নেন। পরে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন এবং আরও ১৯ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।