জয়পুরহাটে মাদক পাচারকারীর ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক পাচারকারীর ছুরিকাঘাতে ইয়ার হোসেন নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। উপজেলার আটাপাড়া সীমান্তে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট ৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে চেঁচড়া গ্রামের মজনু মিয়ার ছেলে ফারুক হোসেন (২৬) ভারত থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে সীমান্তের ২৮৩/২২-২৩ মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে ডিউটিরত বিজিবি সদস্য ইয়ার হোসেন মাদক ফারুককে  আটকের চেষ্টা করলে সে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় বিজিবি সদস্য ইয়ার হোসেনও নদীতে ঝাঁপ দিয়ে ফারুককে আটক করলে ফারুক বিজিবি সদস্য ইয়ার হোসেনের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। তার ছুরিকাঘাতে বিজিবি সদস্যের ডান হাত কেটে যায়। পরে আহত বিজিবি সদস্য ইয়ার হোসেনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করলেও মাদক পাচারকারী ফারুক ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় পলাতক মাদক পাচারকারীসহ তার সহযোগিদের ধরতে বিজিবি তল্লাশী অভিযান শুরু করেছে বলে জানান বিজিবি অধিনায়ক।