রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট হিলি সড়কের পাঁচবিবি উপজেলার নাকুরগাছিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু হাসান (২৮) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলি যাওয়ার পথে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে নিশা পরিবহনের একটি বাস (নম্বর জয়পুরহাট-জ-১১-৩০১) পাঁচবিবির নাকুরগাছিতে দাঁড়িয়ে থাকা হাসানকে চাপা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাড়ি পাঁচবিবির নাকুরগাছি মহল্লায়। তিনি একমি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতার সহযোগিতায় যাত্রীবাহী ওই বাস, চালক সিরাজুল ইসলাম ও হেলপার ইউসুফ আলীকে আটক করেছে।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।