সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে চলতি ২০২২-২০২৩ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি জমিতে গম চাষ হয়েছে। কৃষকরা ২ হাজার ৩৭৬ হেক্টর জমিতে গমের চাষ করছেন।
বর্তমান সরকারের সময় কৃষি বিভাগের উন্নয়নে ব্যাপক কর্মসূিচ গ্রহণ করায় বিভিন্ন ফসলের পাশাপাশি গম উৎপাদনেও কৃষকের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ মৌসুমে স্থানীয় কৃষি বিভাগ গমের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম চালায়। ফলে অর্জিত হয়েছে ২ হাজার ৩৭৬ হেক্টর জমি। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হেক্টর বেশি। এতে ৮ হাজার ৩০০ মেট্রিক টন গমের উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এ ছাড়াও সরকারের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় গম চাষের জন্য ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, জয়পুরহাটের মাটি বেলে দো-আঁশ হওয়ায় গম চাষের জন্য উপযোগী। ফলে কৃষকদের মাঝে গম চাষে আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করায় জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।