রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
সুজন জয়পুরহাট জেলা শাখা জাতীয় ভোটার দিবস পালন করেছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১ টায় শহরের টাউন হলে ২য় তলার সম্মেলন কক্ষে সুজন জেলা শাখার সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান রাখেন, অব. সর. কর্ম. কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি প্রফেসর দেওয়ান আব্দুল মোত্তালেব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যাপক আমিনুর রহমান বকুল, রংপুর জেলার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মকবুল হোসেন শওকত, দিনাজপুর জেলার হিলি হাকিমপুর উপজেলার সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মাশরেকুল আলম, সাংবাদিক ও রাজনীতিক গোলাম মোস্তফা, মতিয়ার রহামান প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সুজনের মুল প্রতিপাদ্য বিষয়ক প্রবন্ধ ও প্রস্তাবনা পাঠ করেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক, শাহাবুদ্দিন।