জয়পুরহাটে সুজনের মানববন্ধন

আপডেট: মার্চ ৬, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি:


জয়পুরহাটে সু-শাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখার ‘মেধাবী তরুণ তানভীর মোঃ ত্বকী হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে’ শহরের টাউন হলের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার (৬ মার্চ) সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সুজন জেলা শাখার সভাপতি, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই। বক্তব্য দেন, সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক ওমর আলী বাবু, জিল্লুর রহমান, অজিত চন্দ্র চৌধুরী, তানজিম, ইমন প্রমুখ। বক্তাগণ বলেন, সারা দেশে, গুম, অপহরণ ও হত্যা কান্ডের এই বিচারহীনতার সংস্কৃতি সুজনের মতো সচেতন সংগঠিত ও সোচ্চার নাগরিক সংগঠন কোন ভাবেই মেনে নিতে পারেনা। কেননা সভ্য সমাজে এটা কারোই কাম্য নয়। তাই মেধাবী ছাত্র ত্বকী, সাগর সারওয়ার, মেহেরুন রুনী, সোহাগী জাহান তনুসহ সকল হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিচারের জোর দাবি করছে।