জয়পুরহাটে হতদরিদ্র নারীদের মাঝে ভেড়া বিতরণ

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৪৯ পূর্বাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটে হতদরিদ্র নারীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়-সোনার দেশ

জয়পুরহাটে অসহায় হতদরিদ্র পরিবারের নারীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের দেশি ভেড়া বিতরণ করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসোসিয়েশন অফ সোসিও ইকোনোমিক এনহ্যান্স অ্যান্ড ট্রেনিং (এ্যাসেট) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অর্থায়নে অনুষ্ঠিত হতদরিদ্র নারীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ সহকারী রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবার উন্নয়ন সংস্থা (পউস) নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। উপকারভোগী অসহায় হতদরিদ্র নারীদের মধ্য হতে দেশী ভেড়া প্রতি পালনে আর্থ সামাজিক উন্নয়নের সুফলের উপর বক্তব্য দেন মিনা বেগম, আলেয়া বেগম, আঞ্জুয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন, এ্যাসেট পরিচালক নুরুল ইসলাম। অনুষ্ঠানে অসহায় হতদরিদ্র ১৮ পরিবারের নারীদের প্রত্যেককে ২টি করে মোট ৩৬টি উন্নত জাতের দেশী ভেড়া বিনামূল্যে প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ