বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের তিন দিনব্যাপী ১০’ম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকতায় উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় নিজস্ব মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, জয়পুরহাট গার্লস্ ক্যাডেট কলেজ অধ্যক্ষ মো. হেদায়েতুন-নবী। ছোট ও বড় দলের ২০০ মিটার, ৪০০ মিটার দৌড় ও ২ ৪০০ মিটার রিলে দৌড়, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প ইভেন্টের প্রথম দিনের প্রতিযোগিতায় পয়েন্ট তালিকায় ১০৮ পয়েন্ট নিয়ে রাবেয়া হাউস শীর্ষে অবস্থান করছে। এরপর পরই পয়েন্ট তালিকায় তারামন হাউস ৮৯ পয়েন্টে ও সিতারা হাউস ৮২ পয়েন্টে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। ২৬, ২৭ ও ২৯ ডিসেম্বর ৩ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, ক্যাডেট কলেজ সমূহের পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল এসএম মতিউর রহমান।