শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব,কালাই উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মউদুদ আলমসহ ২৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) সকালে শহরে বাটার মোড়স্থ জামালগঞ্জ সড়কে অবস্থিত জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের নিজস্ব অফিসে কালাই পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মতবিনিময় চলাকালিন অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
এই ব্যপারে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান জানান, আজ সকালে স্যারের বাসায়, কালাই পৌরসভা নির্বাচন প্রার্থীদের সাক্ষাৎকার চলা অবস্থায় পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে। আমি জেলা বিএনপি পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেয়ার জন্য দাবি করছি।