জয়ের আনন্দ বদলে গেল বিষাদে, তুরস্কের ধ্বংসস্তূপে নিখোঁজ ফুটবলার আতসু

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


রোববার পরিবর্ত হিসেবে খেলতে নেমেছিলেন হাতাইস্পোরের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। খেলা যখন অতিরিক্ত সময়ে গড়ায়, তখন ঘানার জাতীয় দলের ফুটবলার ক্লাবের হয়ে গোল করেন। তাঁর গোলেই কাসিমপাসাকে হারায় হাতাইস্পোর।

সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন আতসু। সেই জয়ের রেশ মিটতে না মিটতেই প্রকৃতির রোষের মুখে পড়ে তুরস্ক। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রবল ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ি-ঘর। মৃতের সংখ্যা প্রতিমুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি। তুরস্কের ধ্বংসস্তূপের গর্ভে আটকে পড়েছেন ঘানার জাতীয় দলের ফুটবলারটি। তাঁর সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তুরস্ক সুপার লিগের ক্লাব হাতাইস্পোরে সেপ্টেম্বরে সই করেছিলেন তিনি। নিউক্যাসল ইউনাইটেড, এভার্টন এবং পোর্তোয় খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউক্যাসল ইউনাইটেড তাদের প্রাক্তন ফুটবলার সম্পর্কে জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। টুইটও করেছে প্রিমিয়ার লিগের ক্লাব।
শুধু আতসু নন, হাতাইস্পোর ক্লাবের একাধিক সদস্য আটকে পড়েছিলেন ধ্বংসস্তূপে। তাঁদের উদ্ধার করা হয়েছে। কিন্তু ক্লাবের খেলোয়াড় এবং বর্তমান স্পোর্টস ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ।

কিন্তু যাবতীয় উৎকণ্ঠা আতসুকে নিয়ে। নিউক্যাসলের হয়ে পাঁচ মরশুম খেলেন। চেলসি থেকে লোনে নিউক্যাসলে এসেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ফেরাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আতসু। রবিবার হাতাইস্পোরকে জেতানও তিনি। পরের দিনই প্রকৃতির ছোবল যে এভাবে নেমে আসবে তুরস্কের উপর, তা কে ভেবেছিল! আর কেইবা ভেবেছিল, আগের দিনের জয়ের নায়ক তলিয়ে যাবেন ধ্বংসস্তূপের ভিতরে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন