বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
আমিনুল ইসলাম:
একদিন দিয়েছিলে নিজহাতে সোনার তিলক
সে নয়, নিজেই তুমি সবখানি ধন্য হয়েছিলে
তারি নামে উঠেছিল সাতরঙা সোনালি শোলক
সখার গরবে তুমি সেই কথা মুখে নিয়েছিলে।
যেখানেই ভাষা আছে , প্রেম আছে, আছে বর্ণমালা
যেখানেই সত্য রুদ্ধ, প্রেম রুদ্ধ, রুদ্ধ উচ্চারণ
যেখানেই কাঁপে প্রাণ হাতে নিয়ে বরণের ডালা
সেখানেই তার কথা ভালোবেসে সতত স্মরণ।
আজ তুমি ভয় পাও? চাঁদ দেখে বুজে নাও চোখ?
পেঁচা হাসে নখে বিঁধে হেমন্তের যমজ ইঁদুর
বাদুড়ের পাখনায় বেজে ওঠে আলোকের শোক
কাঁটাতারে সাড়া জাগে, বেজে ওঠে পরাজিত সুর।
চেয়ারে আসীন লোভ; পাহারায় প্রলুব্ধ সিপাহী
দালালেরা পরামর্শ; দুর্বলেরা দ্রুত হাততালি
সুবিধাবাদীর হাতে তেলভরা তেলের সুরাহী
গুণীজন চুপচাপ তার হাতে শুধু হাতখালি ।
তুমি তো সুবিধাবাদী ভুলে আছো টিপ উৎসব
দালাল-নেতার চোখে চেয়ে আছে দুচোখ তোমার
নেতার নিষেধ? আজ তাই বুঝি তুমিও নীরব?
লোভের খোয়াড় হাসে, জ্ঞানকণ্ঠে কুত্তার কলার।
কথা বলে রূঢ় কণ্ঠে ত্রিকালজ্ঞ ধূসর অতীত
যতই দুহাতে সাঁটো শব্দবৈরী তুলো দুই কানে
আমি কিন্তু চোখে দেখি সবখানি তুমিই পতিত
সোনালি শিষের সুর বেজে যায় হেমন্তের গানে।