শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
অস্ট্রেলিয়াতে ৮ দিনের ক্যাম্প এবং নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কয়েকদিনের বিরতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে টাইগাররা। এমন পরিকল্পনাকে যথেষ্টই মনে করছেন খালেদ মাহমুদ।
গত কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সিরিজে সেই দায়িত্বে থাকতে পারছেন না তিনি। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান।
সেই অস্ট্রেলিয়াতে ৮ দিনের ক্যাম্প এবং নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে কয়েকদিনের বিরতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে টাইগাররা। এমন পরিকল্পনাকে যথেষ্টই মনে করছেন খালেদ মাহমুদ।
বৃহস্পতিবার এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘সবাইতো খেলার মধ্যে আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে আমরা দুই সপ্তাহের মতো বিরতি পাবো। অস্ট্রেলিয়াতে ক্যাম্পটা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের বিরতিটা কাজে লাগানো যাবে। আমার কাছে মনে হয় ভালো খেলোয়াড়রা সহজেই এটা মানিয়ে নিতে পারবে।’
সেই ক্যাম্পে অভিজ্ঞ ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলেই মনে করেন সুজন, ‘অনেকদিন ধরে যারা আন্তর্জাতিক ম্যাচে খেলছে, সহজেই তারা এই পরিস্থিতিগুলোতে নিজেদের মানিয়ে নিতে পারবে। হয়তো তরুণদের জন্য একটু কঠিন হবে। তারপরও তারা সিনিয়র ক্রিকেটারদের থেকে সাহায্য নিতে পারবে। এ বিষয়গুলো সবার মাথাতেই আছে।’