শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
বুধবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৫ প্রকাশিত হয়েছে। র্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের ২ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পেরেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রয়েছে ১০০১-১২০০ এর মধ্যে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো টিএইচই-এর র্যাঙ্কিংয়ে জায়গা করে নিলো রাবি। গত বছরের সংস্করণে প্রথমবারের মতো স্থান লাভ করেছিল প্রতিষ্ঠানটি। সেবারও অবস্থানে ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের উপর ভিত্তি করে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে এবারের মূল্যায়ন করেছে টিএইচই।
র্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, ২০২৫ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। প্রকাশিত এ তালিকায় স্থান পাওয়া দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি সরাসরি র্যাঙ্কিংয়ে এবং বাকি ৭টির রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।
র্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৫টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
এরপর ১০০১-১২০০ এর মধ্যে রয়েছে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো যথাক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৫০০ এর মধ্যে রয়েছে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এছাড়া, রিপোর্টার হিসেবে নাম এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি- বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।