সোনার দেশ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে। অবশ্য নৌকার টানা চতুর্থবার জয়ের ব্যাপারে কোনো সংশয় কারো ছিল না। হিসেব-নিকেশ, জল্পনা-কল্পনা ছিল দ্বিতীয় অবস্থান নিয়েÑ সেক্ষেত্রেও যা অনুমান ছিল- আওয়ামী লীগেরই স্বতন্ত্ররাই সেই সাফল্য দেখিয়েছে।
বিএনপিসহ নিবন্ধিত সমমনা ১৫টি দলের বর্জনের মধ্যে তুলনামূলকভাবে কম ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে আবারো দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। ২৯৯ আসনের মধ্যে ২২৩টি পেয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে দলটি।
দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থিরা, যাদের প্রায় সকলেই আওয়ামী লীগের নেতা। ৬১ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে।
আগের দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে থাকা জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। ২৬টি আসনে আওয়ামী লীগ লাঙ্গলকে ছাড় দিয়েছিল, কিন্তু অর্ধেকের বেশি আসনে দলটির প্রার্থীরা পরাজিত হয়েছেন।
আওয়ামী লীগ নেতৃত্বে ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং এক সময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি একটি আসনে জয়লাভ করেছে।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফল স্থগিত করা হয়েছে। এই আসনেও আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন।
জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে জয়ী ১১টি আসন নিয়ে দৃশ্যত আবারো জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। তবে সংখ্যায় তাদের পাঁচগুণ বেশি স্বতন্ত্ররা সম্ভাব্য ওই তকমাকে প্রশ্নবিদ্ধ করবে।
ভোটে না আসায় দেশের অন্যতম বড় দল বিএনপি ১০ম সংসদের মতই সংসদের বাইরে থেকে যাচ্ছে। ভোট প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা দলটির নেতা মঈন খান বলেছেন, তাদের ভোট বর্জন ‘সফল’ হয়েছে বলে দাবি করেছেন।
আওয়ামী লীগের স্বতন্ত্র্যদের দাপটে লাঙ্গলের দুর্দশা বুঝতে পেরে জাপা চেয়ারম্যান জি ম কাদের ভোটের মাঝপথেই বলেছিলেন, ‘আমাদেরকে ভোটে নিয়ে এসে কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কী-না সেটা নিয়ে আমরা শঙ্কিত।”
আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দিনের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ দিয়ে বলেছিলেন, নৌকার জয় হবেই, কোনো সন্দেহ তার নেই।
দেড় শতাধিক বিদেশিসহ দেশের প্রায় ২১ হাজার পর্যবেক্ষক ভোট দেখেছেন।
পর্যবেক্ষকদের একটি অংশ ভোটের পরিবেশ ও উপস্থিতির প্রশংসা করেছেন।
তবে যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, কমনওলেয়থ এবং জাপানি পর্যবেক্ষকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন