সোনার দেশ ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে দুর্বার রাজশাহী। লো স্কোরিং ম্যাচে রাজশাহীর জয় এসেছে রায়ান বার্ল এবং আকবর আলীর ব্যাটে চড়ে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় দুর্বার রাজশাহী। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে সিলেট। দলের ১৮ রানের মাথাতে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। ৯ বলে ৭ রান করে আউট হয়েছেন অধিনায়ক আরিফুল হক। আরেক ওপেনার সামিউল্লাহ শিনওয়ারী খেলেছেন ১২ বলে ৯ রানের ইনিংস।
তিনে নামা জাকির হাসান এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন। তবে আরেক প্রান্তে ব্যাটাররা খাবি খাচ্ছিলেন। সাজ্জাদুল ইসলাম ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ২০ রান তোলে সিলেট স্ট্রাইকার্স।
জাকিরের সাথে যোগ দেন জাকের আলী অনিক। দুজনে মিলে কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন। ১৮ বলে ১৭ রান করে দলের ৫৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান জাকের। একই ওভারে আউট হয়েছেন জাকিরও। ২৫ বলে ২৪ রান করে বিদায় নিয়েছেন জাকির হাসান।
দ্রুত আরও ৩ উইকেট হারিয়েছে সিলেট। ১০০ এর নিচে অলআউট হওয়ার সম্ভাবনাও জেগেছিল। কিন্তু সেই সম্ভাবনা সত্যি হতে দেননি আহসান ভাট্টি এবং সুমন খান। শেষ দিকে প্রতিরোধ গড়েছেন এই দুজন। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৭ রানের পুঁজি দাঁড় করায় সিলেট। ২১ বলে ২৫ রান করেন ভাট্টি। ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন সুমন।
রাজশাহীর হয়ে ৪ উইকেট নিয়েছেন এসএম মেহরাব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ১টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এবং আফতাব আলম।
জবাব দিতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি দুর্বার রাজশাহীর। দুই ওপেনার সাব্বির হোসেন এবং জিসান আলম সাজঘরে ফিরেছেন দলের ১৩ রানের মধ্যে। ৫ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সাব্বির। অন্যদিকে জিসান আউট হন ৬ বলে ১১ রান করে। তিনে নামা এনামুল হক বিজয়ও সুবিধা করতে পারেননি। ৩ বলে শুন্য রান করে আউট হয়েছেন বিজয়। ইয়াসির আলীও ছিলেন ব্যর্থ। ৯ বলে ২ রান করে দলের ২২ রানের মাথায় আউট হন তিনি। ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় রাজশাহী।
চাপের সময়ে দলের হাল ধরেন রায়ান বার্ল এবং আকবর আলী। পাওয়ারপ্লের ৬ ওভারে এক হালি উইকেট হারিয়ে ৪৩ রান তোলে দুর্বার রাজশাহী। পাওয়ারপ্লে শেষেও চলেছে বার্ল এবং আকবরের তাণ্ডব। পরিস্থিতির দাবি মিটিয়ে সাবলীল ব্যাটিং চালিয়েছেন দুজন। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন বার্ল এবং আকবর। দলের ৯৭ রানের মাথায় দলের জয়টা প্রায় নিশ্চিত করে আউট হয়েছেন আকবর। ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন আকবর আলী।
বার্ল শেষ পর্যন্ত টিকে ছিলেন। বাকি কাজটা এস এম মেহেরাবকে সাথে নিয়ে সেরেছেন বার্ল। ১৯ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। ৩৪ বলে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রায়ান বার্ল। ৮ বলে ৫ রান করে টিকে ছিলেন মেহেরাব।
সিলেটের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব এবং জন-রাস জাগেসার। ১ উইকেট নিয়েছেন আহসান ভাট্টি।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ৬ জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করেছে দুর্বার রাজশাহী, রয়েছে তৃতীয় স্থানে। এই জয়ের ফলে টিকে থাকলো তাদের প্লে-অফের আশা।